বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের বাণিজ্য ও উন্নয়ন প্রতিশ্রুতি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার পর যুক্তরাজ্য তার বাজারে বাংলাদেশের বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে। গত ২৫ জুন মাননীয় আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স ও মাননীয় আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী প্রীতি প্যাটেলের এই যৌথ ঘোষণা থেকে স্পস্টভাবে প্রতীয়মান হয় যে, ব্রেক্সিট-উত্তর ব্রিটিশ সরকার বাংলাদেশের সঙ্গে অর্থপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী।বলার অপেক্ষা রাখে না যে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বাণিজ্যিক ও উন্নয়ন বন্ধন যথেষ্ট শক্তিশালী। যুক্তরাজ্য বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান উৎস, দারিদ্র্য বিমোচনে ও শিল্পায়নে বাংলাদেশের অন্যতম অংশীদার।উল্লেখ্য, দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান বাংলাদেশে নিবন্ধিত এবং বাংলাদেশে শিক্ষা, ব্যাংকিং, বিদ্যুৎ উৎপাদনসহ অন্যান্য খাতে তারা উন্নত পণ্য উৎপাদন, বিশেষ দক্ষতার সমন্বয়ে যুগোপযোগী প্রযুক্তির সূচনা করেছে।আরও বলতে হয় যে, বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে যুক্তরাজ্য তৃতীয় বৃহত্তম গন্তব্য। বাংলাদেশের রপ্তানির ১০ শতাংশ ব্রিটেনের বাজারে যায়, যার ব্যবসায়িক মূল্য ৩.২ বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যিক সম্পর্কের মুখ্য চালিকাশক্তি বাংলাদেশের বিশ্বমানের পোশাক শিল্প, যে শিল্পের পণ্য চট্টগ্রাম বন্দর থেকে যুক্তরাজ্যের সব প্রান্তে চলে যায়।আমরা ইইউ ত্যাগের পর বাংলাদেশকে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হিসেবে পেতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, বিশ্বায়নের নতুন মাত্রায় উজ্জীবিত হয়ে ব্রেক্সিট-উত্তর ব্রিটেন হবে আত্মবিশ্বাসী, উদার ও অটল। এই ব্রিটেন বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ সদ্ব্যবহারে হবে সদা তৎপর। আমাদের লক্ষ্য এমন এক ব্রিটেন যেখানে সরকার নাগরিকদের উন্নত ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে নিবেদিত এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে গড়ে তুলবে সুসম্পর্ক।যুক্তরাজ্যের এই ঐতিহাসিক পরিবর্তনের প্রাক্কালে আমরা আরও বিশ্বাস করি যে, উন্মুক্ত বাণিজ্য হবে ইতিবাচক পরিবর্তন ও সার্বিক উন্নতির মূল মন্ত্র। বলতেই হয়, আমাদের সামনে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ: বাংলাদেশের গত এক যুগের চোখ ধাঁধানো অর্থনৈতিক পরিবর্তন। যুক্তরাজ্য আর্থিক সহায়তা এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে সহায়তা করেছে। বাংলাদেশে আমাদের কাজের মূল লক্ষ্য টেকসই/সর্বজনীন প্রবৃদ্ধি যা দারিদ্র্য কমায় ও সমৃদ্ধির বিস্তার সহজ করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঢাকায় লংকান প্রেসিডেন্ট সিরিসেনা

UAE denies hacking Qatar news agency

Three Israelis stabbed to death in West Bank attack