ঢাকায় পৌঁছেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়।সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।বৈঠক শেষে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। শ্রীলংকার প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ঢাকার প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। কোথাও কোথাও শোভা পাচ্ছে শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। নগরীর বিভিন্ন স্থানে টানানো হয়েছে বর্ণিল পতাকা ও অতিথিকে স্বাগত জানিয়ে নানা বর্ণের ফেস্টুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এ সফর।পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার সংবাদ সম্মেলনে জানান, শ্রীলংকার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী, উচ্চশিক্ষা এবং...
Three Israeli civilians have been stabbed to death in a settlement near Ramallah in the occupied West Bank. Another Israeli was wounded in the attack in Halamish. The Israeli army says the attacker was shot and caught. The attack came near the end of a day of clashes between Palestinians and Israeli forces over new security measures at a Jerusalem holy site. Three Palestinians were killed and hundreds were hurt in East Jerusalem and the West Bank. Palestinian President Mahmoud Abbas has said he is freezing all contacts with Israel after it installed metal detectors at the site, known to Muslims as Haram al-Sharif and to Jews as the Temple Mount. Israel says the extra security is needed after two Israeli policemen were killed near the site a week ago. Palestinians die in East Jerusalem clashes 'Assailant was shot' On Friday, four Israeli civilians were stabbed in Halamish (also known as Neve Tsuf) after "an assailant infiltrated a private home", the Israeli army s...
A RAB-4 team surrounded the house at Noyarhat’s Chourabali neighbourhood on the outskirts of Dhaka around 1am on Sunday. Members of a RAB Special Force and a bomb disposal unit arrived at the scene on Sunday morning and had begun preparations for the final raid."We had been searching for militants in the area for a few days,” operation chief RAB-4 Commanding Officer Additional DIG Lutful Kabir told bdnews24.com. “The house was cordoned off once we confirmed the location of the hideout.” A RAB APC was seen near the building around 9am. A helicopter was also seen to circle overhead. Then, around 11am, a sustained exchange of gunfire could be heard from the scene. According to RAB Law and Media Division Director Mufti Mahmud Khan, one of the men in the building surrendered around 12 pm. facebook
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন